যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনার বিশ্রামের প্রিয় স্থান কোনটি? আপনি নিঃসন্দেহে উত্তর দিবেন আপনার ঘরে বসার জায়গা বা লিভিংরুম। যদি আবার প্রশ্ন করা হয়, আপনার বাসার ভেতর সবথেকে বেশি প্রিয় স্থান কোনটি? আপনি নিঃসন্দেহে উত্তর দিবেন আপনার নিজের বেডরুম। আমাদের সবার কাছেই প্রিয় এবং আরামদায়ক জায়গা হচ্ছে নিজের বেডরুম। সারাদিন খাটা-খাটনি শেষে আপনি একটু শান্তির জন্য, একটু ক্লান্তি কাটাতে, একটু আরাম করতে অবশ্যই নিজের ঘরটিই বেছে নিবে। তাই আপনার নিজের বেডরুমের রং যদি পছন্দ না হয় তাহলে আপনি কমফোর্ট ফিল করবেন না। ঘরের সাদামাটা চুনকাম করা দেয়ালে একটু রঙের ছোঁয়া না পেলে যেন পরিপূর্ণতা পায় না। তাই আপনার বেডরুমের রং নির্বাচন করতে হবে খুব ভেবেচিন্তে।
রঙের ভাষা – Language of Color
প্রতিটা রংয়ের আলাদা ভাষা আছে। আপনাকে সেই ভাষাগুলি বুঝতে হবে। চলুন আজ দেখিনেই কোন রঙের ভাষা কি।
নীল রং
নীল রং শীতলতার প্রতীক। আপনার বেডরুম কে শীতল করে নিতে নীল রং ব্যবহার করতে পারেন। নীল রঙের ভেতর কোবাল্ট ব্লু কালারটি সব থেকে বেশি আকর্ষণীয়।
সবুজ রং
সবুজ হল প্রকৃতি বা শান্তির রং। অশান্ত মনে শান্তির ছোঁয়া পেতে আপনার বেডরুম টি হালকা সবুজ রঙের রাঙিয়ে নিতে পারেন।
হলুদ রং
রং এর মধ্যে হলুদ হলো সবথেকে প্রাণবন্ত এবং উষ্ণ। আপনার ক্লান্ত পরিশ্রান্ত মনকে প্রাণবন্ত করে তুলতে শোবার ঘরে হলুদ রং ব্যবহার করতে পারেন। তবে হালকা কালার ইউজ করতে চাইলে লেমন ইয়ালো কালার টা একদম ঠিকঠাক।
কমলা রং
কমলা হল উজ্জ্বল রং। সাধারণত যে ঘরে হই হুল্লোর বা আড্ডা বেশি হয় সেই ঘরে কমলা রং ব্যবহার করা হয়। আপনি যদি আপনার বাচ্চার বেডরুমের রং খুঁজেন তাহলে কমলা হল একদম পারফেক্ট একটি রং।
বেগুনি রং
সাধারণত বেগুনি রং, লাল ও নীল রঙের মিশ্রণে তৈরি হয়ে থাকে তাই বেগুনি রঙ এ লালের উদ্দীপনা ও নীল রঙের শান্ত ভাব দুইটি একসাথে প্রকাশ পায়। এছাড়াও বেগুনি রং আপনার মনে রাজকীয় ভাব এনে দেয়। তাই রাজকীয় মনোভাব নিয়ে আসতে চাইলে বেডরুম সাজাতে বেগুনি রং ব্যবহার করতে পারেন।
ধূসর – কালো রঙ
আপনি যদি একটু অন্ধকার পছন্দ করে থাকেন তাহলে নিশ্চিন্ত মনে ডার্ক কালার অর্থাৎ ধুসর – কালো রং ব্যবহার করতে পারেন।
লাল রং
যদিও আমাদের দেশে লাল রং ব্যবহার করার খুব একটা প্রচলন নেই তবে আপনি যদি উজ্জ্বল রং পছন্দ করে থাকেন তাহলে লাল রং ব্যবহারের চেষ্টা করতে পারেন। আপনার শক্তি এবং উৎসাহ বাড়াতে লাল রং যথেষ্ট সাহায্য করবে।
সাদা রং
সাদা এমন একটি রং যা আপনার ঘরে প্রশান্তির পরিবেশ তৈরি করে দিবে। আপনি যদি আপনার বেডরুম টি খুব বেশি সাদামাটা কিন্তু ক্লাসিকাল সৌন্দর্যে সজ্জিত করতে চান তাহলে নিঃসন্দেহে সাদা রঙ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে লাইট লিলাক কালার টা অনেক বেশি ইফেক্টিভ হবে।
এছাড়া আরো কিছু সুন্দর সুন্দর রং আপনি ইউজ করতে পারবেন। যেমনঃ
- বোল্ড ব্ল্যাক
- স্ল্যাট গ্রে
- ক্রিমি হোয়াইট
- ক্র্যানবেরি রেড
- ব্ল্যাশ পিংক
- পার্পল ড্রিম
- স্কাই ব্লু
- ওয়ার্ম ব্রাউন
- মিন্টি গ্রীন
- সেইজ গ্রীন
- লাইট গ্রে
- ক্রিমি ইয়ালো
বেডরুমের রং নির্বাচনের টিপস – Tips of Color Selection for Your Bedroom
আপনার বেডরুমের রঙ কিভাবে সিলেক্ট করবেন তা নিয়ে ভাবছেন? তাহলে নীচের টিপস গুলি ফলো করতে পারেন।
১. ৬০-৩০-১০ রুলস ফলো করুন অর্থাৎ আপনার ঘরের প্রাইমারি কালার হবে ৬০% সেকেন্ডারি কালার হবে ৩০% এবং অন্যান্য ১০%।
২. একটি নির্দিষ্ট কালার স্কিম অবশ্যই ঠিক রাখতে হবে।
৩. রুমে পর্যাপ্ত আলো আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।
৪. কালার টি আপনাকে ইমোশনাল এটাক করতে পারছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন।
৫. লোকাল এবং সিজনাল কালার ও ব্যাবহার করতে পারেন।
৬. যে কালার টি নিবেন ভাবছেন, কিনার আগে ওই কালারের সাথে অভ্যস্ত হয়ে নেওয়ার চেষ্টা করবেন।
আপনার বেডরুম টি সুন্দর করে সজ্জিত করতে হলে রং এর পাশাপাশি আরো কয়েকটি দিকে গুরুত্ব দিতে হবে।
১. কালার স্কিম
২. ফার্নিচার ম্যানেজমেন্ট
৩. ঘরের লে-আউট
৪. ঘরের লাইটিং ব্যবস্থা
৫. এবং অন্যান্য এক্সেসরিজ।
আমাদের দেশে সাধারণত দুই ধরনের রং পাওয়া যায়। একটি হল ওয়াটার বেজড এবং অন্যটি ওয়েল বেজড। ওয়েল বেজড রঙে তুলনামূলক সীসার পরিমাণ বেশি থাকে যা স্বাস্থের পক্ষে ক্ষতিকারক। তাই রঙ কেনার সময় অবশ্যই ওয়াটার বেজড রঙ দেখে নিবেন।
Pingback: ইন্টেরিয়র ডিজাইন কি? What Is Interior Design?
I congratulate, remarkable idea and it is duly
Pingback: ৭ টি উপায়ে আপনার রান্নাঘরকে চমৎকার ভাবে ডিজাইন করুন - 7 Ways To Design Your Kitchen
Hello there! This post could not be written any better!
Going through this article reminds me of my previous roommate!
He constantly kept talking about this. I will send this information to him.
Pretty sure he’ll have a good read. Many thanks for sharing!
thank you!!!!