৭ টি উপায়ে আপনার রান্নাঘরকে চমৎকার ভাবে ডিজাইন করুন – 7 ways to design your kitchen

আপনার ঘরের প্রতিটা ইঞ্চিই গুরুত্বপূর্ণ যদি আপনার ঘরটি ছোট হয়। ছোট বাসা মানে আপনার রান্নাঘরও ছোট কিন্তু রান্নাঘরের প্রয়োজনীয়তা কি আপনার ছোট্ট বেডরুম থেকে কম? একটি ছোট ফ্যামিলির রান্নার জিনিসপত্রও কিন্তু অনেক থাকে এবং সেগুলি রান্নাঘরেই রাখতে হয় তাই ছোট রান্নাঘর সাজাতে গিয়ে আপনাকে অবশ্যই রান্নাঘরের প্রতিটা ইঞ্চিই ব্যবহার করতে হবে। এছাড়াও রান্নাঘরের আইটেমগুলি যেন সহজেই ঘরে অ্যাকসেস করানো যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে । আপনার রান্নাঘর ছোট বা জায়গা কম বলে ডিজাইন সুন্দর হবে না তা কি হয়? তাই আজকে আপনাদের জন্য কিছু ছোট রান্নাঘরের ডিজাইন নিয়ে আসলাম যা দিয়ে আপনি ঘরের সৌন্দর্যের সাথে সাথে প্রতিটা ইঞ্চির ই সদ্ব্যবহার করতে পারবেন।

১. হুক ব্যবহার করে রান্নাঘর ডিজাইন

Kitchen Design by Hook

আপনার রান্নাঘরের দেয়ালে ছোট ছোট হুক লাগিয়ে জায়গা বাঁচাতে পারেন। এই হুকগুলিতে আপনি সরাসরি জিনিসপত্র রাখতে পারেন যেমন ফ্রাইপেন,চামচ ইত্যাদি। তাছাড়া সুন্দর নকশা ওয়ালা শিকা টাঙ্গাতে পারেন এতে আপনার রান্নাঘরের সৌন্দর্য যেমন বাড়বে জায়গারও সদ্ব্যবহার ব্যবহার হবে।

২. রান্নাঘরে বক্স ব্যাবহার করুন

BOX DESIGN in Kitchen

আমাদের রান্নাঘরের ডেস্ক গুলির নিচে যথেষ্ট পরিমান জায়গা ফাঁকা থাকে আপনি চাইলে সেই জায়গাগুলি ফাঁকা না রেখে বক্সের মতো করে ফেলতে পারেন। বক্সগুলিতে দৈনন্দিন রান্নার জিনিসপত্র রাখতে পারেন যা আপনার রান্নাঘরের অনেকটা জায়গা সেভ করবে।

৩. সুন্দর ডিজাইনের পেগবোর্ড ঝুলিয়ে দিন

Pegboard design in kitchen

একটি পেগবোর্ড রান্নাঘরে কি পরিমান স্টোরেজ সেভ করতে পারে তা আপনার কল্পনার বাইরে। এই পেগবোর্ডের জন্য আপনার আলাদা কোন কেবিনেট বা ড্রয়ার প্রয়োজন নেই। পেগবোর্ডের খরচও কেবিনেট থেকে অনেক কম। তাই পেগবোর্ড ব্যাবহার করেও আপনি আপনার রান্নাঘরের জায়গা বাঁচানোর সাথে সাথে খরচ ও বাঁচাতে পারবেন।

৪. খোলা শেল্ফ ব্যাবহার করে রান্নাঘরের জায়গা বাড়িয়ে নিন

design kitchen by shelf

আপনার রান্নাঘরের জায়গা শেষ। কেবিনেট, বক্স, পেগবোর্ড সবকিছুই ভরে গেছে কিন্তু জিনিস এখনো অনেক বাকি। ভাবছেন কি করা যায়? রান্নাঘরের একদম মাঝ বরাবর গিয়ে দাঁড়িয়ে ওয়ালগুলির দিকে তাকান। আপনি চাইলেই খালি দেওয়ালগুলিও সুন্দর করে সাজাতে পারবেন। কি ভাবছেন খুব খারাপ লাগবে দেখতে? উঁহু! আপনি চাইলেই কাস্টমাইজ করে সুন্দর সুন্দর শেল্ফ বা তাক আপনার দেওয়াল গুলিতে ঝুলিয়ে দিতে পারেন।

৫. রান্নাঘরে ব্যাবহার করুন ফোল্ডিং চেয়ার

kitchen design by Folding Chair

আমরা অনেকেই দাঁড়িয়ে রান্না করতে পারিনা তাই আমাদের প্রয়োজন একটি ছোট চেয়ার কিন্তু জায়গা তো কম! তাহলে কি করা যায়? হ্যাঁ আপনি অবশ্যই চেয়ার ব্যবহার করতে পারবেন কিন্তু সেটি হতে হবে ফোল্ডিং চেয়ার। বাজারে সুন্দর সুন্দর এবং ভালো ভালো কমদামি ফোল্ডিং চেয়ার পাওয়া যায় আপনি সেগুলি ব্যবহার করতে পারেন। এইগুলি যেমন জায়গা বাঁচায় তেমনি ক্যারি করাও অনেক ইজি।

৬. রান্নাঘর ডিজাইন করুন সবুজের ছোঁয়ায়

Greenly Kitchen Design

কি শিরোনাম দেখে আঁতকে উঠলেন? ভাবছেন রান্নাঘর আবার কিভাবে সবুজাভ হয়? জ্বি আপনি চাইলে আপনার রান্না ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য রান্না ঘরের জানালায় কিছু পাতাবাহার গাছের ব্যবহার করতে পারেন। এতে রান্না ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। কিন্তু খেয়াল রাখতে হবে গাছগুলির যেন সঠিক পরিচর্যা করা হয়।

৭. টাইলস দিয়ে রান্নাঘর ডিজাইন

kitchen design by tiles

আপনি চাইলে শুধু টাইলস দিয়েই আপনার রান্নাঘরটি ডিজাইন করতে পারেন। রান্নাঘরের জন্য টাইলস এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইলস ব্যবহার না করলে দাগগুলি সহজে উঠানো যায় না এতে রান্না ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আপনি টাইলস ব্যবহার করে রান্না ঘরের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে দাগগুলি সহজেই তুলতে পারবেন। বাজারে কম খরচে অনেক রুচিশীল, ভালো এবং সুন্দর ডিজাইনের টাইলস পাওয়া যায়। আপনি নিঃসন্দেহে সেগুলি ব্যবহার করতে পারেন।

উপসংহার – Conclusion

ছোট রান্নাঘর গুলির জায়গা নিয়ে যেমন সমস্যা ডিজাইন করতেও তেমনই সমস্যা। দেখা যায় ছোট রান্নাঘর গুলিতে হয়তো পর্যাপ্ত পরিমাণ আলো নেই, কখনোও বা জায়গার সমস্যা, কখনো জায়গার অভাবে ডিজাইনার সুন্দর করা যাচ্ছে না। তাই আপনি চাইলে উপরের ছোট ছোট ট্রিক্স গুলি ব্যবহার করে রান্নাঘরের জায়গার সাথে সাথে সৌন্দর্য অনেক বাড়াতে পারেন। মনে রাখবেন, আপনার রান্নাঘরেও কিন্তু আপনার রুচিশীলতা প্রকাশ পায়।

Gallery – গ্যালারী

2 thoughts on “৭ টি উপায়ে আপনার রান্নাঘরকে চমৎকার ভাবে ডিজাইন করুন – 7 ways to design your kitchen”

  1. May I simply say what a relief to uncover somebody that really understands what theyre discussing over the internet. You certainly know how to bring a problem to light and make it important. More and more people really need to check this out and understand this side of the story. I was surprised that youre not more popular because you certainly have the gift.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top