বারান্দা সাজানো নিয়ে চিন্তিত? – Worried about Designing the Verandah?
যদি জিজ্ঞেস করা হয় আপনার পছন্দের এবং শান্তির জায়গা কোনটি? আপনি নিশ্চয়ই নির্দ্বিধায় উত্তর দিবেন আপনার রুম। সেই শান্তির মাত্রা আরও বহুগুণ বাড়িয়ে দিতে প্রয়োজন একটি ছোট্ট বারান্দা। কিন্তু এই বারান্দা যদি সাজানো না থাকে তবে কি ভালো লাগবে? আবার কিভাবে সাজালে ভালো লাগবে তা নিয়েও হয়ে আছেন চিন্তিত! আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ছোট্ট বারান্দাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন।

সবুজে ঘেরা বারান্দা – Greenly Veranda

এই ইটপাথরে ঘেরা শহরে সবুজের দেখা মেলা বড্ড ভার। তাই একটুখানি সবুজের ছোঁয়া পেতে বাসার ছাদে কিংবা শখের বারান্দাটাই যেন শেষ ভরসা। কিন্তু যেকোনো গাছ ই কি লাগানো সম্ভব এই ছোট্ট বারান্দাটায়? উত্তর হবে অবশ্যই ” না “। তাহলে কি গাছ লাগানো যায়? সেই সমস্যার সমাধানই দিব আজ। বারান্দা সাজানোর জন্য প্রথমেই খেয়াল রাখবেন যেন বারোমাসি ফুল গাছ থাকে। যেমন ঃ গোলাপ, কামিনী, নয়ন তারা ইত্যাদি। এছাড়াও রোদ পড়লে লাগাতে পারেন ক্যাকটাস। বাজারে বাহারি রকমের সুন্দর সুন্দর ক্যাকটাস পাওয়া যায় যা দিয়ে আপনি সহজেই আপনার বারান্দাকে সাজিয়ে নিতে পারবেন। কিন্তু যদি বারান্দায় রোদ্দুর থাকে? এরও আছে সহজ সমাধান। রোদহীন বারান্দায় খুব সহজেই পাতাবাহার দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার বারান্দা। গাছের সাথে এবার বারান্দায় একটি চেয়ার এবং জায়গা থাকলে একটি ছোট টেবিল ব্যাস হয়ে গেল আপনার শখের প্রাকৃতিক বারান্দা সাজানো।
সরু বারান্দা – Narrow Veranda

বর্তমানে শহরের আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো বিল্ডিং উঠানোর জন্য আমাদের জায়গা কমে গেছে অনেকটাই। বান্দা গুলো যেমন হয়ে গেছে ছোট তেমনি সরু। এই সরু বারান্দা গুলি সাজানো অনেক বড় ঝামেলার কাজ। টেবিল তো অনেক দূর চেয়ার রাখার ও জায়গা হয় না। চলুন তাহলে দেখি নি কি হতে পারে এর সমাধান। ১. চেয়ারের বদলে রাখতে পারেন দুটি ছোট কুশন ঠিক নীচের ছবির মত। ২. ওয়ালে হেলান দিলে যেহেতু কাপড়ে রং লাগার সম্ভাবনা আছে তাই সুন্দর ডিজাইনের ওয়ালমেট ইউজ করতে পারেন। বাজারে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ালমেট পাবেন যা আপনার বারান্দার সৌন্দর্য দ্বিগুণ আকারে বাড়িয়ে দিবে। ৩. চার কোণায় চারটি ফুলের টব। ৪. এবং সবশেষে রাতের জন্য গ্রিলে লাগিয়ে নিতে পারেন মরিচ বাতি যা বারান্দার সৌন্দর্য বাড়িয়ে দিবে অনেক গুণ
ব্যাচেলরের বারান্দা – Bachelor’s Veranda

একজন ব্যাচলরের সবথেকে পছন্দের এবং প্রিয় জায়গা হল বারান্দা। মন খারাপ কিংবা মন ভালো অথবা বৃষ্টির দিনের সন্ধ্যায় বসে এক কাপ চা কিংবা মনের মতো একটি ভালো বই নিয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে বারান্দার মতো স্বর্গীয় জায়গাটা এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ১. আপনার ছোট বারান্দার এক কোনায় কিছু ক্যাকটাস কিংবা বনসাই জাতীয় গাছ রাখতে পারেন। ২. আপনার পছন্দের স্পেস টায় বসার জম্য পাটি, ছোট বেঞ্চ অথবা কুশন ব্যবহার করতে পারেন।
উপসংহার – Conclusion
একটি অ্যাপার্টমেন্ট যতই ছোট হোক না কেন তাতে একটি বারান্দা অবশ্যই থাকা উচিত। বারান্দা সাজাতে খুব বেশি খরচ কিংবা খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন একটু স্মার্টনেস, আপনার নান্দনিক চিন্তাভাবনা আর আপনার রুচি। তাই বারান্দা থেকে অতিরিক্ত আইটেমগুলি সরিয়ে ফেলুন। শুধুমাত্র কিছু ফুল গাছ বা ক্যাকটাস অথবা পাতাবাহার, সাথে একটি চেয়ার, একটি টেবিল অথবা পাটি কিংবা কুশন ব্যাস হয়ে গেল আপনার বারান্দা সাজানো।
Gallery – গ্যালারী
verandah plans design verandah house design back verandah design ideas best verandah design modern verandah roof design

3 Comments
Pingback:
Md Abdul Mannan
You are a very good blogger.i like your writings.
SakibIDB
thank you